প্রচ্ছদ খেলাধুলা বিশ্বকাপে পাকিস্তান দলে নেই একাধিক তারকা খেলোয়ার

বিশ্বকাপে পাকিস্তান দলে নেই একাধিক তারকা খেলোয়ার

চলতি বছরের এপ্রিলে (৩০ তারিখ) পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ এর। তাই চূড়ান্ত দল বাছাইয়ের কাজ সারছে অংশগ্রহনকারী দলগুলো। যদিও এখন পর্যন্ত একটি দল (নিউজিল্যান্ড) চূড়ান্ত দল প্রকাশে সক্ষম হয়েছে। বাদ বাকিরা সম্ভাব্য এবং আংশিক দল ঘোষণা করেছে।

ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেট বিশ্লেষকরাও আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে নিজেদের পছন্দ মাফিক দল ঘোষণা করছে। সে ধারাবাহিকতায় এবার নিজের দেশের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ওয়াসিম আকরাম।

যাতে ওয়ানডেতে উইকেটের সন্ধানে থাকা মোহাম্মদ আমিরকেও বেছে নিয়েছেন সুইং অব সুলতান। রেখেছেন পিএসএলে গতি দিয়ে চমকে দেয়া মোহাম্মদ হাসনাইনকে। তবে ইনজুরিতে ভুগতে থাকা মোহাম্মদ হাফিজকে বিবেচনা করেননি তিনি।

ওয়াসিম আকরামের পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড

ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলি, উমর আকমল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন ও হাসান আলি।