প্রচ্ছদ খেলাধুলা এক মাঠে যে কীর্তি গড়লেন হেরাথ

এক মাঠে যে কীর্তি গড়লেন হেরাথ

একই মাঠে শত উইকেট শিকারি তৃতীয় বোলার হলেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। নিজের ক্রিকেট জীবনের শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে গলে নেমে এই কীর্তি গড়েন তিনি। অবশ্য কলোম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে মুত্তিয়া মুরালিধরনের ১৬৬ উইকেটের রেকর্ড টপকাতে পারেননি হেরাথ।

ম্যাচের ২৪তম ওভারে শততম উইকেট হিসেবে বেন স্টোকসকে আউট করেন হেরাথ। ফলে একই মাঠে নিজের শততম উইকেট লাভ করেন তিনি। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট-শিকারি মুরালিধরর ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়ামে ১১৭ উইকেট পেয়েছেন মাত্র ১৬ টেস্ট খেলে। এ ছাড়া হেরাথ যে মাঠে শত উইকেটের রেকর্ড স্পর্শ করলেন, সেই মাঠেই মুরালিধরন একাই নিয়েছিলেন ১১১ উইকেট। এই ১১১ উইকেটও এসেছে মাত্র ১৫টি টেস্ট ম্যাচ খেলে।

তবে টেস্টে মুত্তিয়া মুরালিধরনের মতো ৮০০ উইকেট নেই হেরাথের। তবুও নিজের শেষ টেস্টে এমন কীর্তি গড়তে পেরে অবশ্যই খুশি হবেন তিনি। গলে টেস্টে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৪২ রান করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে পাঁচ উইকেট পেয়েছেন দিলরুয়ান পেরেরা। তবে নিজেদের প্রথম ব্যাটিং ইনিংসে মাত্র ২০৩ রান করে সবকটি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। হয়তো সব ব্যর্থতা ভুলে এই রেকর্ডে কিছুটা স্বস্তি খুঁজবে শ্রীলঙ্কা দল।