প্রচ্ছদ আর্ন্তজাতিক ৪ বছর পর জার্মানি সফরে যাচ্ছেন তুর্কী প্রেসিডেন্ট

৪ বছর পর জার্মানি সফরে যাচ্ছেন তুর্কী প্রেসিডেন্ট

দীর্ঘ ৪ বছর পর রাষ্ট্রীয় সফরে জার্মানি যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফলে ২০১৪ সালের পর এটাই হবে এরদোগানের জার্মানিতে প্রথম রাষ্ট্রীয় সফর।

জার্মানির পত্রিকা বিলড জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের দিকে অ্যাঙ্গেলা মেরকেলের দেশে সফর করবেন এরদোগান। এ রাষ্ট্রীয় সফরে এরদোগানকে সামরিক গার্ড অফ অনারসহ তাকে অভ্যর্থনা জানাবেন জার্মান প্রেসিডেন্ট। এছাড়াও তিনি রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কের ধরপাকড় অভিযান ও জার্মান নাগরিক ও সাংবাদিকদের আটকের ঘটনায় দুই দেশের সম্পর্কে বর্তমানে তিক্ততা চলছে। এ তিক্ততা কাটিয়ে ওঠাই এরদোগানের এ সফরের উদ্দেশ্য বলে জানিয়েছে পত্রিকাটি।