প্রচ্ছদ রাজনীতি মানিকগঞ্জ বিএনপির নতুন কমিটিতে রিতা সভাপতি,জিন্নাহ সাধারণ সম্পাদক

মানিকগঞ্জ বিএনপির নতুন কমিটিতে রিতা সভাপতি,জিন্নাহ সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিতে আফরোজা খান রিতা সভাপতি ও এস এ জিন্নাহ কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেসনে কাউন্সিলরদের ভোটে দুজন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জেলা বিএনপির আহবায়ক জামিলুর রশীদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা, মাঈনুল ইসলাম খান শান্ত, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব এস এ জিন্নাহ কবীর, যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ ডাবলু, মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক তোজা।
মানিকগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উত্তর সেওতা এলাকার বিএনপি নেতা অ্যাডভোকেট আজাদ হোসেন খানের বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন।

রবিবারের সম্মেলন শেষে ভোটারদের সরাসরি ভোটে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা ৪৫ ভোটের মধ্যে ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আতাউর রহমান আতা পেয়েছেন ৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র ১ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এসএ কবীর জিন্নাহ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যুবদলের সাবেক সভাপতি মোতালেব হোসেন। তিনি পেয়েছেন ১৯ ভোট।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সভাপতিত্বে সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোটেক আব্দুল হামিদ ডাবলু প্রমুখ।

উল্লেখ্য, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সর্বশেষ ১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর এই জেলা থেকে দলটির মহাসচিব (প্রয়াত দেলোয়ার হোসেন) নির্বাচিত হলেও আর কোনও পূর্ণাঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এরপর দলের হাই কমান্ড থেকে আহ্ববায়ক কমিটি দিয়ে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।