প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালনের মৃত্যু

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালনের মৃত্যু

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। খবর বিবিসির

সোমবার এক বিবৃতিতে পল অ্যালনের বোন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নন-হজকিন্স লিম্ফোমা নামের এক ধরনের ক্যান্সারে ভুগছিলেন পল অ্যালন। ২০০৯ সালে এ রোগ ধরা পড়ার পর চিকিৎসায় আরোগ্য লাভ করেছিলেন। মৃত্যুর দুই সপ্তাহ আগে তিনি জানাতে পারেন আবার রোগটিতে আক্রান্ত তিনি।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এক বিবৃতি বলেন, পলের মৃত্যুতে আমি মর্মাহত। সে আমার সবচেয়ে কাছের এবং অনেক পুরনো বন্ধু। পল না থাকলে পার্সোনাল কম্পিউটিং সম্ভব হতো না।