প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ভারতে কমিউনিটি ট্রান্সমিশন জোরেশোরে শুরু : অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের

ভারতে কমিউনিটি ট্রান্সমিশন জোরেশোরে শুরু : অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ভারতে শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা এক যৌথ বিবৃতিতে করোনাভাইরাস মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকারের নীতির কঠোর সমালোচনা করেছেন।

চিকিৎসা বিশারদদের অন্তত তিনটি পেশাদার সংগঠন তাদের ওই বিবৃতিতে বলেছে ভারতে যে লকডাউন জারি করা হয়েছে তা রীতিমতো ‘ড্রাকোনিয়ান’ – এবং যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে ভারতে ইতিমধ্যে ‘কমিউনিটি ট্রান্সমিশন’ও শুরু হয়ে গেছে পুরোদমে ।

এই বিবৃতি এমন এক সময়ে এল যখন আগেকার সব রেকর্ড ভেঙে ভারতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে সোয়া আট হাজার করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

পাশাপাশি চার দফার লকডাউন শেষে আগামিকাল থেকে ভারতে ‘আনলক ১’ পর্ব শুরু হচ্ছে আর সব কর্মকান্ডও ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে।

আলোচিত ওই বিবৃতিটি যৌথভাবে জারি করেছে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের তিনটি পেশাদার সংগঠন, ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব এপিডেমিওলজিস্টস।

যারা বিবৃতিতে সই করেছেন তার মধ্যে জনস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের বহু দিকপালই আছেন। যেমন ড: ডিসিএস রেড্ডি, সরকারের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান আইসিএমআর কোভিড-১৯ মোকাবিলায় গত মাসে যে এপিডেমিওলজি গ্রুপ গঠন করেছিল তিনি তার প্রধান।

ওই গ্রুপের আর এক সদস্য ও এইমসের কমিউনিটি মেডিসিন বিভাগের ড: শশী কান্তও বিবৃতিতে অন্যতম স্বাক্ষরকারী – এবং তাঁর মতো এরকম আরও অনেকে।

‘সামাজিক সংক্রমণের শিকড় ছড়িয়েছে’

তারা ওই বিবৃতিতে সরাসরি বলেছেন, ভারতে এই পর্যায়ে করোনাভাইরাস মহামারি নির্মূল করা যাবে এটা আশা করাটাই ভুল – কারণ সামাজিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন এর মধ্যেই ভারতে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছে এবং একটা বিরাট ‘সাব-পপুলেশনে’র মধ্যে ছড়িয়েও পড়েছে।

দ্বিতীয়ত, ভারতের লকডাউন-কে ‘ড্রাকোনিয়ান’ বা ভয়ঙ্কর বলে অভিহিত করে তারা আরও বলেছেন, এই পদক্ষেপ যত প্রাণ বাঁচাবে তার চেয়ে শেষ পর্যন্ত সম্ভবত অনেক বেশি প্রাণহানি ঘটাবে।

ভারতের বিভিন্ন রেল স্টেশনে পরিযায়ী শ্রমিকরা দলে দলে এসে নামছেন। বিহারের দানাপুরে, রবিবার
ভারতের বিভিন্ন রেল স্টেশনে পরিযায়ী শ্রমিকরা দলে দলে এসে নামছেন। বিহারের দানাপুরে, রবিবার

কারণ, “এতে শুধু ভারতের জনসংখ্যার অর্ধেকের রুটিরুজিই বিপন্ন হয়নি – দেশের যেটা নিয়মিত স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য রোগের যে চিকিৎসা ব্যবস্থা, করোনাভাইরাস ঠেকানোর নামে সেটা প্রায় বন্ধই হয়ে গেছে।”

ভারতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এখন যা করা দরকার, এই বিশেষজ্ঞরা তাদের বিবৃতিতে সে বিষয়ে এগারো দফার একটা সুপারিশমালাও পেশ করেছেন।

যার অন্যতম হল কোভিড-১৯র বিরুদ্ধে লড়াইতে আরও স্বচ্ছ্বতা আনা। বিবিসি