প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা, উদ্ধারকাজে অংশ নিল র‍্যাব

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা, উদ্ধারকাজে অংশ নিল র‍্যাব

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত ও শতাধিক আহত হবার খবর পাওয়া গেছে। জানা যায়, তুর্ণা নিশীথার সাথে উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলা আমিন (২৫) ও আলী মোহাম্মদ ইউসুফ (৩৫) । তাদের দুইজনের বাড়ি হবিগঞ্জে। বাকিদের নাম-পরিচয় এখনও পাওয়া যায় নি। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ।

দুর্ঘটনার পরপরই সেখানে পৌছে উদ্ধারকার্য শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। তাদের সাথে এখন উদ্ধারকার্যে অংশ নিয়েছেন র‍্যাব। র‍্যাব-পুলিশ ও ফায়ার সার্ভিসের সাথে উদ্ধারকার্যে অংশ নিয়েছে স্থানীয় সাধারন জনগণও। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বিডি২৪লাইভকে বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কাজে কোন ধরণের ত্রুটি থাকবে না। আহত ৪০ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্ত চলছে। প্রাথমিকভাবে জানা যায়, সিগনাল না মানায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে সারাদেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামলকান্তি দাস জানান, মন্দভাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তঃনগর তুর্না নীশিতা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরও মরদেহ থাকতে পারে। হতাহতদের উদ্ধার কাজ চলছে।