প্রচ্ছদ আজকের সেরা সংবাদ করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী বক্তব্যে জনমনে হতাশা তৈরি করেছে: ওবায়দুল কাদের

করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী বক্তব্যে জনমনে হতাশা তৈরি করেছে: ওবায়দুল কাদের

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

স্বাস্থ্যবিভাগের কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে: বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১৯ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার মানুষের মনোবল চাঙা রাখতে যখন দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আর তখনই এ রকম অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়া হলো। এ ধরনের সমন্বয়হীন,অযাচিত বক্তব্য থেকে বিরত থাকাতে তিনি অনুরোধ জানান।

এ সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধা ও সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক তার রেহাই নেই। করোনার এই সংকটে সম্মুখভাগের যোদ্ধাদের অনেকেই দেশ জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

অথচ এই পরিস্থিতিতে খুলনায় চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।