প্রচ্ছদ শিক্ষাঙ্গন অনুমোদন পেল আরও দুই বিশ্ববিদ্যালয়

অনুমোদন পেল আরও দুই বিশ্ববিদ্যালয়

আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। গত ৩ জুন বিশ্ববিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার চিঠিটি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে- ঢাকার মহাখালীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বরিশালের নবগ্রাম রোডে ট্রাস্ট ইউনিভার্সিটি। এ নিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১০৩টি।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসাইন এবং ট্রাস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা হিসেবে আছেন কাজী শফিকুল আলম।