প্রচ্ছদ হেড লাইন পুলিশে যুক্ত হলো অত্যাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’

পুলিশে যুক্ত হলো অত্যাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে মুজিববর্ষে জনবান্ধব, আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে যুক্ত হলো অত্যাধুনিক অপারেশনাল গিয়ার টেকটিক্যাল বেল্ট। আগামীকাল বুধবার জাতীয় বিজয়ের দিন থেকে প্রাথমিক পর্যায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা নব সংযোজিত এ অপারেশনাল গিয়ার ব্যবহার করবেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে নব সংযোজিত সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’ উদ্বোধন করেন।

পুলিশ

এ সময় আইজিপি বলেন, ‘উন্নত দেশের আদলে পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালনকালে সাধারণত যেসব সরঞ্জামাদি ব্যবহার করতে হয় তা এ বেল্টে এমনভাবে সংযোজন করা হয়েছে যাতে তারা “হ্যান্ডস ফ্রি” রেখে দায়িত্ব পালন করতে পারেন। এর ফলে উন্নত দেশের পুলিশের ন্যায় বাংলাদেশ পুলিশের গেট আপে পরিবর্তন আসবে, পুলিশের দক্ষতা বাড়বে এবং জনগণকে আরও সহজে তাৎক্ষণিক সেবা দেওয়া সম্ভব হবে।’

আইজিপি বলেন, ‘বিশেষ ক্ষেত্রে অপারেশনাল দায়িত্ব পালনকালে পুলিশ অন্যান্য অস্ত্র ব্যবহার করবে। পর্যায়ক্রমে সকল মেট্রোপলিটন, রেঞ্জ এবং জেলায় এ অপারেশনাল গিয়ার চালু করা হবে।’

‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশের আধুনিকায়ন করা হচ্ছে, যার অন্যতম সংযোজন এ “টেকটিক্যাল বেল্ট”। আগামীতেও পুলিশে আধুনিক সরঞ্জাম সংযোজনের ধারা অব্যাহত থাকবে’, বলেন পুলিশ প্রধান।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘পুলিশের সাজসরঞ্জামের পরিবর্তন হলো “হার্ডওয়্যারে”। আমাদের “সফটওয়্যারে” পরিবর্তন আনতে হবে। অর্থাৎ পুলিশ সদস্যদের আচরণে পরিবর্তন আনতে হবে। প্রত্যেকটি পুলিশ সদস্য জনগণের সাথে এমন আচরণ করবেন যাতে তারা অনুকরণীয় হতে পারেন। এজন্য প্রয়োজন পুলিশ সদস্যদের মনোজগতের পরিবর্তন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘থানা হবে মানুষের ভরসাস্থল। আমরা সেভাবেই থানাগুলোকে গড়ে তুলছি।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বক্তব্য দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নেতৃত্বে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

যা থাকছে ‘টেকটিক্যাল বেল্টে’

ছয় চেম্বারের টেকটিক্যাল বেল্টে রয়েছে-থাই হোলেস্টার উইথ আর্মস, ওয়ারলেস, হ্যান্ডকাপ, এক্সপান্ডেবল ব্যাটন, টর্চ লাইট ও ওয়াটার বটল।