প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মানিকগঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মানিকগঞ্জ প্রতিনিধি :
জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় কৃষকদের সহায়তার জন্য মানিকগঞ্জ জেলা আনসার ভিডিপির উদ্যোগে অসহায় দরিদ্র একশ জন কৃষকের ধান কাটা কর্মসূচির উদ্বোধন করলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

আজ (০১জুন) সোমবার সদর উপজেলার জাগীর এলাকায় বোরোধান কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সদর উপজেলার জাগীর এলাকায় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সহকারী জেলা কমান্ড্যান্ট এসএম রায়হান হেলাল সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
কর্মসূচি উদ্বোধনকালে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, করোনা মহামারী কালে মুজিব বর্ষে কৃষকের সহায়তা করায় আনসার-ভিডিপির কার্যক্রম প্রশংসার দাবিদার।

জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী বলেন, করোনার প্রাদুর্ভাবে দেশের এই ক্রান্তিলগ্নে আনসার বাহিনী সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন অপারেশনাল, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় ১০০ জন করে অসহায় কৃষককে বিনামূল্যে ধান কেটে বাড়ি পৌঁছে দেবে। এর পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে কৃষকের ধান কাটার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।