প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি অবশেষে পিরামিডের নির্মাণ রহস্য উদ্ঘাটন

অবশেষে পিরামিডের নির্মাণ রহস্য উদ্ঘাটন

পিরামিড; মিসরের এই স্থাপনাটি প্রাচীন যুগের সপ্তম আশ্চর্যের একটি। প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা হয় এটি। কিন্তু এর নির্মাণ নিয়ে অনেক ‘মিথ’ ও রহস্য থাকলেও তা এতদিন উদ্ঘাটন হয়নি।সম্প্রতি পিরামিডের নির্মাণ রহস্য উদঘাটনে অনেকটাই সফল হয়েছেন বিজ্ঞানীরা। কায়রোর ফ্রেঞ্চ ইন্সটিটিউট ফর ওরিয়েন্টাল আর্কিওলজি এবং ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য উদ্ঘাটন করেছেন।

পিরামিড যেসব পাথরের ব্লক দ্বারা নির্মিত সেগুলো কীভাবে ওপরে তোলা হয়েছে, তার একটি নকশা উদ্ঘাটন করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, প্রাচীন মিসরীয়রা ব্লক ওপরে তোলার জন্য একধরনের জটিল পদ্ধতি অনুসরণ করতেন। এক্ষেত্রে তারা একটি ধাপবিহীন সিঁড়ি (র‌্যাম্প) এবং এর দুই পাশে দুটি ধাপযুক্ত সিঁড়ি ব্যবহার করতেন। র‌্যাম্পের ভেতরপ্রান্তে উভয় পাশে দেড় ফুট পর পর কাঠের খুঁটি বসাতেন।

তারা বলেন, ব্লকের নিচে কাঠের তক্তা ব্যবহার করা হতো, যা চাকার কাজ করত। এরপর ব্লক রশি দিয়ে প্যাঁচিয়ে কাঠের খুঁটির সঙ্গে প্যাঁচ দিয়ে ওপরে ও নিচ থেকে টানা হতো। র‌্যাম্পের দু’পাশে ধাপযুক্ত সিঁড়িতে চারজন করে আটজন এবং নিচেও চারজন করে আটজন কর্মী রশি ধরে টানতেন। যারা নিচে ছিলেন, তারা নিচের দিকে আর যারা ওপরে ছিলেন, তারা ওপরের দিকে টানতেন।

এভাবে টেনে কাঠের খুঁটির ওপরের ধাপে গেলে পেছনে কিছু দিয়ে ঠেকা দেয়া হতো। তারপর রশি ওপরের ধাপের খুঁটির সঙ্গে প্যাঁচিয়ে আবারও টেনে ওপরে তোলা হতো।পিরামিডের ব্লকগুলো এভাবেই ধীরে ধীরে ওপরে তোলা হতো বলে জানান গবেষকরা।

সূত্র: সিএনএন