প্রচ্ছদ বিনোদন জমে থাকা কথাগুলো আকাশকে জানাবো: আইয়ুব বাচ্চু

জমে থাকা কথাগুলো আকাশকে জানাবো: আইয়ুব বাচ্চু

দূরে কোথাও যাবো
যেখানে পাহাড়ে বসে মেঘ ছোব
ভিনদেশি বৃষ্টিতে
ভিজে যাবো।
জমে থাকা কথাগুলো
আকাশকে জানাবো।
নোনাজল আর বৃষ্টিতে ঘুমিয়ে রবো
ফেরা না ফেরা নিয়ে না হয় পরে ভাববো।

আইয়ুব বাচ্চু যে আর কোনো দিন ফিরে আসবেন না এটাই সত্য। তার রূপালী গিটারে যে আর সুর উঠবে না কেই বা জানতো। কিন্তু আজ সেটাই নির্মম বাস্তবতা।

মৃত্যুর আগে এমন দূরে চলে যাওয়ার স্ট্যাটাস দিয়ে কি তাই মনে করিয়ে দিয়েছিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। গত ৩১ আগস্ট নিজের ফেসবুকে এই স্ট্যাটাসটি দিয়েছিলেন তিনি। তার দেড় মাস পর তিনি চলে যান না ফেরা দেশে।

৯ সেপ্টেম্বরের তিনি লিখেন, সবকিছুর শেষে নতুন শুরু আছে, যেমন রাতের পরে দিন আসে। আর তার সবশেষ পোস্টটি ছিল রংপুরের একটি কনসার্ট নিয়ে। সেখানে দেশের মানুষকে ভালোবাসা জানান তিনি।

বৃহস্পতিবার সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৬ বছর।