প্রচ্ছদ খেলাধুলা ৬ রানের জয় রাজশাহীর

৬ রানের জয় রাজশাহীর

একের পর এক বিস্ময়ের জন্ম দিচ্ছে এবারের বিপিএল। আজও তার ব্যতিক্রম হলো। শুরুতেই ক্রিস গেইল ঝড় তুললেও শেষ পর্যন্ত ৬ রানে হেরে যায় রংপুর। আর ছোট পুঁজি নিয়েও জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদি মিরাজ।

রবিবার টস জিতে রাজশাহীকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর দলপতি মাশরাফি।

জাকির হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে রংপুর।

স্কোর:
রাজশাহী কিংস: ১৩৫/৮ (২০)
মুমিনুল হক ১৪ (১৬)
মেহেদী হাসান মিরাজ ০ (১)
সৌম্য সরকার ১৮ (১৩)
মোহাম্মদ হাফিজ ২৬ (২৯)
জাকির হাসান ৪২* (৩৬)
ল্যরি ইভান্স ২ (৭)
রায়ান টেন ডসকেট  ১৪ (১০)
ইসুরু উদানা ৮ (৫)
আরাফাত সানি ১ (২)
কামরুল ইসলাম ১* (১)

বোলার:
সোহাগ গাজী (৩-০-২৫-১)
মাশরাফি মুর্তজা (৪-০-২২-২)
নাহিদুল ইসলাম (২-০-১৪-০)
নাজমুল ইসলাম অপু (২-০-১৪-০)
বিনি হাওয়েল (৩-০-২০-০)
শফিউল ইসলাম (৪-০-১৯-১)
ফরহাদ রেজা (২-০-১৭-২)

রংপুর রাইডার্স: ১২৯/৬ (২০)
ক্রিস গেইল ২৩ (১৪)
মাশরাফি মুর্তজা ০ (২)
মোহাম্মদ মিঠুন ৩০ (৩১)
আইলি রুশো ৪৪* (৪৬)
রবি বোপারা ১ (৫)
বিনি হাওয়েল ৪ (৬)
নাহিদুল ইসলাম ১৬ (১২)
ফরহাদ রেজা ০ (৪)

বোলার:
কামরুল ইসলাম (২-০-২২-২)
মেহেদী মিরাজ (৪-০-২৫-০)
ইসুরু উদানা (৪-০-২২-১)
মোস্তাফিজুর রহমান (৪-০-১৭-০)
আরাফাত সানি (২-০-১২-০)
মোহাম্মদ হাফিজ (৪-০-২২-২)