প্রচ্ছদ হেড লাইন ২১ দিনের জন্য কুয়েতের কারাগারে এমপি পাপুল

২১ দিনের জন্য কুয়েতের কারাগারে এমপি পাপুল

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

অর্থ ও মানবপাচার, ভিসা বাণিজ্য ও ঘুষ লেনদেনের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলকে ২১ দিনের জন্য কারাগারে প্রেরণ করেছেন দেশটির আদালত। বুধবার তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।  

আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, অ্যাটর্নি জেনারেল পাপুলকে ২১ দিনের জন্য আটকের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া মামলায় অন্য আসামিদেরও আটকাদেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক প্রসিকিউটর। 

এদিকে বাংলাদেশের এই এমপির সঙ্গে ঘুষ লেনদেনে জড়িত অপর কুয়েতি কোম্পানির মালিককে দুই হাজার দিনার জামিনে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।গেল ৬ জুন কুয়েত সিটি থেকে আটক হন কাজী শহিদ ইসলাম পাপুল।কুয়েতে মানব পাচার ও মানি লন্ডারিং আইনে দোষী প্রমাণিত হলে আটক পাপুলের ১৫ বছরের জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।