প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা

২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা

আগামী ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ (বঙ্গবন্ধুর জন্মদিন) থেকে ২০২১ সালের ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) পর্যন্ত এ বর্ষ উদযাপন হবে।

শুক্রবার (৬ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

জাতির জনকের জন্ম শতবার্ষিকীর কর্মসূচি উদযাপন করা হবে প্রতিটি বিভাগ, জেলা ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত । বছরব্যাপী কর্মসূচি নিয়ে উদযাপিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী।

যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল মানুষের জন্য পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তারই দীর্ঘ আন্দোলনের ফসল এ স্বাধীনতা। তার রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এজন্য আমরা বছরব্যাপী ব্যাপক কর্মসূচি দিয়ে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন করবো।