প্রচ্ছদ আর্ন্তজাতিক হামলার পর শ্রীলঙ্কায় পানিতে ‘বিষ’ আতঙ্ক

হামলার পর শ্রীলঙ্কায় পানিতে ‘বিষ’ আতঙ্ক

শ্রীলঙ্কার বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলায় ব্যাপক হতাহতের পর দেশটির বেশ কয়েটি শহরের বাসিন্দাদের মধ্যে পানিতে বিষ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনলাইনে কে বা কারা ছড়িয়ে দেয় যে, হামলার পর বেশ কয়েকটি শহরের পানিতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। এতে কেলানিয়া, কিরিবাথগোডা ও জা-এলাসহ বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে দেশটির পুলিশ এটিকে পুরোপুরি মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের ৩টি গির্জা ও ৩টি পাঁচ তাঁরা হোটেলসহ মোট ৮টি স্থানে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২৯০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জন।

সূত্র: বিবিসিহিরু নিউজ