প্রচ্ছদ আইন আদালত হাইকোর্টে ফের জামিন আবেদন শহিদুল আলমের

হাইকোর্টে ফের জামিন আবেদন শহিদুল আলমের

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলম আবারও হাইকোর্টে জামিনের আবেদন করেছেন।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এই আবেদন করেন। আইনজীবীরা জানিয়েছেন, আগামীকাল বুধবার এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে, সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর নিম্ন আদালতে শহিদুল আলমের জামিন আবেদন খারিজ হয়। এর আগে গত ৪ সেপ্টেম্বর শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক ও মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গত ৬ আগস্ট গ্রেফতার দেখানো হয় বিখ্যাত আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে। এর আগের দিন রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ।