প্রচ্ছদ খেলাধুলা হতাশার সঙ্গে দুঃখ প্রকাশ করলেন সাম্পাওলি

হতাশার সঙ্গে দুঃখ প্রকাশ করলেন সাম্পাওলি

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। হার, জয় এবং ড্র দিয়ে নকআউটে পা রেখেছিল আর্জেন্টিনা৷ নক-আউট পর্বে আর্জেন্টিনার সঙ্গে মাঠে মুখোমুখি হয় ফ্রান্স৷ কিন্তু এদিন মাঠে জ্বলে উঠতে পারেননি লিওনেল মেসি। আর্জেন্টিনাও পারেনি দ্বিতীয় রাউন্ড উতরে কোয়ার্টার ফাইনালে উঠতে। এদিকে দলটির কোচ হোর্হে সাম্পাওলি হতাশার সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন।

কাজান অ্যারেনাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মেসির বল পেতে সুবিধার জন্য আমরা এভাবে খেলেছিলাম। বিপক্ষ দলের জালে ৩ গোল দেয়ার পরও হেরে গেলাম। সত্যি কথা বলতে খুব দুঃখজনক দিন আজ। কারণ আমরা সাধ্যমতো খেলেছি। আমরা জানতাম ফ্রান্স অনেক কঠিন প্রতিপক্ষ। এমন হারে আমি হতাশ, আমি দুঃখিত।’

এদিকে তাকে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছিল সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখনই আর্জেন্টিনা দলের কোচ হিসেবে আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাই না। আমি এ বিষয়ে এখন কথা বলতে প্রস্তুত নই।’

সাম্পাওলি আরো বলেন, ‘ও (মেসি) দুর্দান্ত খেলোয়াড়। বিশ্বসেরা লিও। ওর জন্য আমরা ট্যাকটিস, ফর্মেশন সব পরিবর্তন করেছি। আজ আমরা সফল হতে পারিনি।’