প্রচ্ছদ আর্ন্তজাতিক স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা অস্ট্রেলিয়ায়

স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা অস্ট্রেলিয়ায়

তীব্র তাপদাহে পুড়ছে অস্ট্রেলিয়া। জানুয়ারিতে দেশটির স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবারই প্রথম এখানে গড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছে।

এ ব্যাপারে আবহাওয়া ব্যুরো জানায়, অস্ট্রেলিয়ার এ গ্রীষ্মকালীন সময়ে প্রচণ্ড রকমের তাপ ছিল। যা অভূতপূর্ব। এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, জানুয়ারির পাঁচদিনের তাপমাত্রা ১০টি গ্রীষ্মের রেকর্ড ছিল। ওই পাঁচটি দিন অস্ট্রেলিয়াজুড়ে তাপমাত্রা ছিল দৈনিক ৪০ ডিগ্রি সেলসিয়াস।

জলবায়ু বিশেষজ্ঞ ড. অ্যান্ড্রু ওয়াটকিনস বলেছেন, অস্ট্রেলিয়ার একটি বড় অংশে জানুয়ারির বেশির ভাগ দিনই আমরা প্রচণ্ড তাপদাহ পরিস্থিতি দেখেছি। যা গড় সময় এবং তাপমাত্রা হিসেবে সব রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়া বেশির ভাগ এলাকায় গড়ে বৃষ্টিপাতও কম ছিল।

উল্লেখ্য, জানুয়ারি মাসজুড়ে প্রচণ্ড রকমের এই গরমে অস্ট্রেলিয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর সংখ্যক বন্যপ্রাণী মারা গেছে। ৯০টিরও বেশি শুধু বন্য ঘোড়া মারা যাওয়ার খবর পাওয়া গেছে একটি রিপোর্টে। তাছাড়া গরমে অনেক অধিবাসীও অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তির হার বেড়েছে।