প্রচ্ছদ আইন আদালত সিএমএসডির উপ-পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

সিএমএসডির উপ-পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

এন-৯৫ মাস্ক দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের তলবে হাজির হয়েছেন সিএমএসডির উপ-পরিচালক মোঃ জাকির হোসেন ও সিএমএসডির সিনিয়র স্টোর কিপার মোঃ ইউসুফ ফকির। আজ (সোমবার) সকাল ১০টায় ইউসুফ ফকিরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের তদন্তকারী টিম।

একই ঘটনার অনুসন্ধানে সিএমএসডির সাবেক-মেডিকেল অফিসার ও চিফ কোঅর্ডিনেটর ডাঃ জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
এর আগে গতকাল রোববার একই প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. মোঃ শাহজাহান ও সাবেক ডেস্ক অফিসার ও স্টোরের অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. সাব্বির আহম্মেদ এবং স্টোর অফিসার কবির আহম্মেদকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সিএমএসডি-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।