প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালন

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালন

মোঃ অারিফুজ্জামান অারিফ  স্টাফ রিপোর্টার: ঢাকায় নিরাপদ সড়ক চাই কোমলমতী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হামলার ঘটনাসহ সারাদেশে বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব।

রবিবার (১২ আগস্ট) দুপুর ২টায় ঠাকুরগাঁওয়ের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সারাদেশ ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধনের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক অাব্দুর রহমান লাবু সভাপতির বক্তব্যে বলেন, সাংবাদিকদের ওপর শুধু এখন নয় অতীতেও বর্বর নির্যাতন হয়েছে।  স্বাধীন দেশে স্বাধীনতার মূলতন্ত্রই হচ্ছে বলার স্বাধীনতা, লিখার স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা। এভাবে অধিকার কেড়ে নেয়া, আঘাত করা মোটেই কাম্য নয়।
আমরা ‘ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব’র পক্ষ থেকে সকল সাংবাদিকদের উপর হামলার সুষ্ঠু তদন্ত করে দলমত নির্বিশেষে দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করার জোর দাবি জানাচ্ছি।

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও ‘বাংলার অালো’ পত্রিকার সম্পাদক প্রসান্ত কুমার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পনস্বরূপ কিন্তু চলমান নিরাপদ সড়ক চাই আন্দোলনকালে আমার সাংবাদিক ভাইদের ওপর হামলা হয়েছে। বাংলার মাটিতে কলম সৈনিকদের গায়ে রক্তের দাগ কলঙ্কজনক। কতিপয় উশৃঙ্খল মনুষ্যত্বহীন মানুষ এসব করছে। আমরা ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব এর সকল সাংবাদিকবৃন্দ এ গর্হিত কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, দৈনিক জনতার জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, ডেইলি সানের জেলা প্রতিনিধি নূরে অালম শাহ, রুহিয়া প্রেসক্লাবের সভাপতি অামিনুল ইসলাম, জেলা প্রেসক্লাবেরর সহ-সভাপতি মজিবর রহমান শেখ, যুগের অালোর জেলা প্রতিনিধি এএইচ লিটন, রোড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ অাঃ করিম, জেলা প্রেসক্লাবের সদস্য ও ঠাকুরগাঁও জেলা অাইন সসহায়তা কেন্দ্র (অাসক) এর সাধারন সম্পাদক এম জেড এইচ বাচ্চু সহ  কর্মরত স্থানীয়,অনলাইন, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।