প্রচ্ছদ সারাদেশ সাংবাদিকদের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে অগ্রনী ভূমিকা পালন করতে হবে : বাসাস মানিকগঞ্জ নেতৃবৃন্দ

সাংবাদিকদের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে অগ্রনী ভূমিকা পালন করতে হবে : বাসাস মানিকগঞ্জ নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মহান বিজয় দিবসের সকালে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে “স্বাধীনত-সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের ভূমিকা’’শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম।

সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শাহজাহান বিশ্বাস,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু,সাংবাদিক সমিতির সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী,কোষাধ্যক্ষ মোঃ সোহেল হোসন,দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ্,সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ্উদ্দিন রিপন,সমাজ কল্যান সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুমন,সদস্য কামরুদ্দিন রেজা,আলো খান প্রমুখ।

বক্তারা বলেন,্এদেশের স্বাধীনতা অর্জনে যেমন সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো আজও স¦াধীনতা -সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের অনেক দায়িত্ব রয়েছে। এখন দেশের নাগরিকদের স্বাধীনতার সুফল রক্ষায় সাংবাদিকদের প্রহরীর ভূমিকায় থাকতে হবে।মানুষের অধিকার রক্ষা,বাক-স্বাধীনতা রক্ষা,অন্যায়-অপকর্মের বিরুদ্ধে ও গনতন্ত্রের পক্ষে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। বহিঃ বিশ্বের যে কোন শক্তি আমাদের সার্বভৌমত্বে প্রতি হুমকি প্রর্দশন করলে সাংবাদিকদের কলম ধরতে হবে। আন্তর্জাতিক পত্র পত্রিকা ও বিভিন্ন মিডিয়ার বিষয়টি নিয়ে আলোাচনার সূত্রপাত সাংবাদিকরাই করে এবং দেশের সর্বস্তরের জনগনকে সাংবাদিকরাই সতেচন করে।

জাতির যে কোন ক্লান্তিলগ্নে সাংবাদিকদের ভূমিকা অনেক। কোন প্রভাবশালী মহল বা গোষ্ঠী,সরকার বা যে কোন রাজনৈতিক শক্তি,প্রশাসন বা আইন শৃংখলা বাহিনী সে যেই হোক যখনই মানুষের স্বাধীনতা খর্ব হতে তখনই সাংবাদিককের কলম চলতে থাকবে। দেশের জনগনের অনেক প্রত্যাশা সাংবাদিকদের নিকট তাই আজ সাংবাদিকদের আরো সাহসিকতার সাথে দেশের মানুষের ,দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে জোরালো ভূমিকা পালন করতে হবে।