প্রচ্ছদ শিক্ষাঙ্গন সরকারি এডওয়ার্ড কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত

সরকারি এডওয়ার্ড কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত

আর কে আকাশ, বাংলার মুখ: পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক (এইচ.এস.সি) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় ওরিয়েন্টশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহীদ মো. ইব্রাহীম বলেন, উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিন মানবসম্পদে পরিণত হবে। তারাই দেশ এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক পরিষদের সম্পাদক ডা. এ.কে.এম. শওকত আলী খান বলেন, শিক্ষার্থীদের অর্জনকে ধরে রাখতে শৃঙ্খলার কোন বিকল্প নেই। নবাগত শিক্ষার্থীদের তিনি কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহবান জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার জাতীয় বিশ^বিদ্যালয়ের সিনেট অধিবেশনে যোগ দেয়ার কারণে ওরিয়েন্টশন ক্লাসে উপস্থিত থাকতে না পারায় তিনি নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ও তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এসময় নবীন ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। উৎসবমুখর পদচারণার মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীরা সরকারি এডওয়ার্ড কলেজকে শ্রেষ্ঠ কলেজে পরিণত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।