প্রচ্ছদ সারাদেশ শরীয়তপুরে লক্ষাধিক মানুষ পানিবন্দি

শরীয়তপুরে লক্ষাধিক মানুষ পানিবন্দি

শরীয়তপুর

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি প্রতিদিনই বাড়ছে পানি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দি হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। সেইসঙ্গে বাড়ছে বানভাসীদের দু:খ-দুর্দশা। এরই মধ্যে ২০টিরও অধিক ইউনিয়ন ও তিনটি পৌরসভার বেশির ভাগ মানুষের বাড়ি-ঘরে পানি ঢুকে ও রাস্তা-ঘাট তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ পানিবন্দি অবস্থায় কর্মহীন হয়ে অসাহায়ত্ব বরণ করছেন।

গত দুইদিন যাবত পদ্মার পানি বৃদ্ধি পেয়ে শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার ৩৩-৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানির তোরে প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন শাখা সড়ক ভেঙে খানা-খন্দ হয়ে অন্যান্য জেলা-উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে যোগাযোগ বন্ধ হওয়ায়ার কারণে বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় সকল প্রকার মালমালসহ কাঁচা বাজারের সকল সবজির দাম। ইতিমধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুরু হয়েছে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ। এছাড়া জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৪০টি আশ্রয়কেন্দ্র। অনেক উপজেলায় বানভাসিদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এদিকে জেলায় বানভাসিদের জন্য আরও ৬০ মেট্রিক টন ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে।