প্রচ্ছদ আজকের সেরা সংবাদ শপথ নিলে জাতির সঙ্গে বেঈমানি হবে: মন্টু

শপথ নিলে জাতির সঙ্গে বেঈমানি হবে: মন্টু

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, যদি কেউ সংসদে শপথ নেয় তবে সেটা হবে জাতির সঙ্গে বেঈমানি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সকল প্রার্থীর অভিযোগপত্র নিয়ে রাজধানীর গুলশানে ঐক্যফ্রন্টের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যেহেতু এই নির্বাচন প্রত্যাখান করেছি, ফলে কারও শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এরপরও কেউ যদি শপথ নেয়, তাহলে সেটা জাতির সঙ্গে বেঈমানি করা হবে।

এছাড়া নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে বিকাল ৩টায় নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বরে নির্বাচনে বিএনপি ৫টি আসনে এবং জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম দুটি আসনে জয়ী হয়েছে।

বিএনপির প্রার্থীদের মধ্যে বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসেন হারুনুর রশীদ জয় পেয়েছেন।

গণফোরামের প্রার্থীদের মধ্যে সিলেট-২ আসনে মোকাব্বির খান ও মৌলভীবাজার-২ আসনে সুলতান মো. মনসুর জয়ী হন।