প্রচ্ছদ সারাদেশ লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

জানা গেছে, পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে তিস্তার ভাটিতে অনেক ফসলী জমিতে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের নিম্নাঞ্চলের কিছু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া কন্ট্রোল রুম সূত্র জানায়, টানা বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিতে হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ী, সিন্দুনা কালিগঞ্জ উপজেলার চরবৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন ও লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছসহ চরাঞ্চলের গ্রামগুলোর ফসলী জমিতে পানি প্রবেশ করেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভয়াবহ বন্যার আশংকা করা হচ্ছে।