প্রচ্ছদ খেলাধুলা রুশো-হেলসের ব্যাটিং অবিশ্বাস্য ছিল: মাশরাফি

রুশো-হেলসের ব্যাটিং অবিশ্বাস্য ছিল: মাশরাফি

ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স! রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপের প্রথম চারজন এরা। ভাবা যায়, ক্রিকেট দুনিয়ার প্রথম কাতারের সেরা টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ব্যাটসম্যানরা একই দলের হয়ে খেলছেন!নিজেদের দিনে এদের সামনে যে কোনও বোলারই নাজেহাল হতে বাধ্য। ঠিক এমনটাই গতকাল দেখিয়েছে অ্যালেক্স হেলস আর রিলে রুশো। বিপিএলের ষষ্ঠ আসরের ২২তম ম্যাচে আসে প্রথম ব্যক্তিগত শত রানের ইনিংস। রাজশাহী কিংসের হয়ে লরি ইভানস সেদিন ১০৪ রানের ইনিংস খেলেন ৬২ বলে।এরপর গতকাল ৩০তম ম্যাচে একই ইনিংসে আসে দুটি শতকের ইনিংস! রংপুর রাইডার্সের হয়ে প্রথমে হেলস পরে রুশো। কি অবিশ্বাস্য! টি-টোয়েন্টি ম্যাচের একই ইনিংসে দুটি শতরানের ইনিংস তৃতীয়বার দেখল ক্রিকেট বিশ্ব।এর আগে ২০১১ সালে গ্লোচেস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে কেভিন ওব্রেন করেন ১১৯ আর মার্শাল করেন ১০২ রান। এরপর ২০১৬ সালে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে বিরাট কোহলি করেন ১০৯ আর এবি ডি ভিলিয়ার্স করেন ১২৯ রান।দুই বছর পর কাল আবার এমনটি দেখাল অ্যালেক্স হেলস আর রিলে রুশো। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১৭৪ রানের জুটি গড়েন।প্রথমে হেলস পরে রুশো। ৪৮ বলে বরাবর ১০০ রানে আউট হন হেলস। এরপর রুশো অপরাজিত থেকেন ৫১ বলে ১০০ রান করে ।

৫১ বলে ১০০ রান করেন রিলে রুশো

এই দুইয়ের ঝড়ো ব্যাটিংয়ে বিপিএল পায় নতুন রেকর্ড। ২০১৩ সালে এই রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের করা সর্বোচ্চ ২১৭ রানের ইতিহাস ভেঙে ২৩৯ রান করে নিজেদের নাম লেখায় রংপুর রাইডার্স!এক ইনিংসে এতসব ক্রিকেট সমর্থকদের কাছে যেমন অবিশ্বাস্য ঠিক তেমনই রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছেও ছিল অবিশ্বাস্য।ম্যাচ শেষে মাশরাফি অকপটে স্বীকার করেন, আসলেই অবিশ্বাস্য ছিল!‘আমাদের উপর এমনিতেও একটা প্রেশার ছিল, কিন্তু রুশো আর হেলস যেভাবে ব্যাটিং করেছে সেটা এক কথায় অবিশ্বাস্য। ওরা যখন এমন খেলছিল তখনই ম্যাচটা আমদের দিকে চলে আসে। ওই রান চেজ করা যেকোন দলের জন্যই অসম্ভব ছিল।’মাশরাফি আরও বলে, এই চারজনের দিনে বিশ্বের যে কোনও বোলিং লাইন আপকে শেষ করে দিতে পারে। আমি মনে করি এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না। আমাদের টপ অর্ডারে যে চারজন আছে তারা টি-টোয়েন্টির জন্য সেরা।