প্রচ্ছদ শিক্ষাঙ্গন রাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শুরু

রাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কার্বন কান্না’ নামে জলবায়ু পরিবর্তন বিষয়ক একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে । রবিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে প্রদর্শনীটি উদ্বোধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, মামুন আব্দুল কাইয়ুম, ড. মাহাবুবুর রহমান।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতিতে বসবাসরত অন্যান্য সকল প্রাণির মধ্যে মানুষই পরিবেশের ক্ষতি করছে। এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। বুদ্ধিজীবী ও শিক্ষাবিদগণ এ নিয়ে কাজ করছেন।’

আলোকচিত্রী দীন মোহাম্মদ শিবলী বলেন, ‘ছবি এক ধরনের ভাষা। ছবি থেকে আমরা বিভিন্ন জিনিস অবলোকন করতে পারি। ২০০৩ সাল থেকে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধির জন্য আমি কাজ করে যাচ্ছি। ছবির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে মানুষকে সচেতন করছি।’

দিনব্যাপী এ প্রদর্শনীতে তথ্যচিত্রমূলক আলোকচিত্রী দীন মোহাম্মদ শিবলীর তোলা ৪১টি আলোকচিত্র প্রদশৃন করা হচ্ছে। ১৬ বছর ধরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে গিয়ে এই চিত্রগুলি তুলেছেন তিনি। আলোকচিত্র প্রদর্শনীর সার্বিক পৃষ্ঠপোষকতায় আছে সোনালী ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক, কোস্ট ট্রাস্ট, দ্য বিজনেস টাইমস, ব্র্যাঞ্চ এ- লিফস্ এবং দীন মোহাম্মদ শিবলীর যোগাযোগ ও ফটোগ্রাফি বিষয়ক প্রতিষ্ঠান ‘ছায়া’।#