প্রচ্ছদ আর্ন্তজাতিক রমজানে ভতুর্কিতে খাবার পণ্য, ফ্রি হোম ডেলিভারি

রমজানে ভতুর্কিতে খাবার পণ্য, ফ্রি হোম ডেলিভারি

সামনে রমজান। এ উপলক্ষে দেশের নাগরিকদের বিশেষ সুবিধা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। রমজান মাসজুড়ে খাবার পণ্যে ভতুর্কি সুবিধা দেবে দেশটির সরকার।

শুধু তা-ই নয়, পণ্য ক্রয়ের পর কোনা ধরনের চার্জ ছাড়াই বাসায় পৌঁছে দেয়া হবে সেই খাবার। দেশটির তিনটি শহরের পৌরসভার অর্ন্তভূক্ত এলাকার বাসিন্দারা এসব সুবিধা পাবেন।

শহরগুলো হলো- আবু ধাবিত, আল দাফরা ও আল আইন। ‘স্মার্ট পাস ডিজিটাল প্লাটফর্ম’ পদ্ধতি ব্যবহারের মাধ্যমেই এসব পণ্য কিনতে পারবেন নাগরিকরা।

এই ডিজিটাল প্লাটফর্মের সুবিধা পাবেন ৭০ হাজার নিবন্ধিত বাড়ির বাসিন্দারা। নাগরিকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে এসব সুবিধা নিতে পারবেন। এতে তাদের বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না। তারা কোনো প্রকার আইডি কার্ড বা ডকুমেন্ট ছাড়াই এসব সেবা পাবেন।

১৩৯টি খাদ্যপণ্যকে এই তালিকায় রাখা হয়েছে। ৬টি খাদ্যভাণ্ডার থেকে খাদ্যপণ্যগুলো সরবরাহ করা হবে। এ জন্য রমজানের আগেই নতুন দোকান খোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আর এই বর্ধিত চাহিদা মেটাতে ১০০০ হাজার টনেরও বেশি চাল মজুত করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: খালিজ টাইমস