প্রচ্ছদ জাতীয় যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি

যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

লালমনিরহাটে তিস্তার পানি আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার  আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানের ঢল অব্যাহত থাকায় যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে বলে  ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে ।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া রক্ষণাবেক্ষণ প্রকল্পের  নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন,  তিস্তার পানি বৃহস্পতিবার  সকাল নয়টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার  আট সেন্টিমিটার  নিচ  দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় যেকোনো সময় পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তিনি আরও জানান, ব্যারেজ কন্ট্রেল রুম থেকে বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া হচ্ছে।