প্রচ্ছদ আর্ন্তজাতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রুহানির

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রুহানির

বিশ্বের সব মুসলমানকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার রাজধানী তেহরানে শুরু হওয়া ইসলামি ঐক্য সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে বিজয়ী হতে হলে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী করার কোনো বিকল্প নেই। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করা মুসলমানদের অবশ্য পালনীয় কর্তব্য হওয়া উচিত।

তিনি বলেন, ‘আমেরিকার মাধ্যমে পশ্চিমামুখী হওয়া আমাদের ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা এবং এই অঞ্চলের আগামী প্রজন্মের প্রতি বিশ্বাসঘাতকতা।’

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে ইরানি প্রেসিডেন্ট বলেন,‘অপরাধীদের জন্য আমরা লাল কার্পেট বিছিয়ে দেব নাাকি অবিচারের বিরুদ্ধে শক্তি নিয়ে দাঁড়াব, আমাদের কুরআন ও আমাদের ইসলামের পক্ষে দাঁড়াব তা বেছে নিতে হবে।’

সৌদি আরবের সঙ্গে বৈরি সম্পর্কের ইতি ঘটানোর ইঙ্গিত দিয়ে রুহানি বলেন, ‘ইরান সৌদি আরবকে ভ্রাতৃপ্রতীম দেশ বলে মনে করে এবং আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যাগুলোর সমাধান করতে চায়।’