প্রচ্ছদ খেলাধুলা ম্যাচ হারের পরে মোস্তাফিজকে নিয়ে যা বলল রোহিত!

ম্যাচ হারের পরে মোস্তাফিজকে নিয়ে যা বলল রোহিত!

মুম্বাই প্লে অফে উঠতে পারেনি দিল্লির কাছে হেরে। মুম্বাইয়ের শুরুটাই এবার ছিল বিদগুটে, ছন্দে ফিরেও শেষ অব্দি সফল হতে পারেনি মুম্বাই।

তবে মুস্তাফিজকে কয়েক ম্যাচ বসিয়ে রাখলেও অবশেষে উত্তেজনাকর ম্যাচে মাঠে নামানো হয়েছিল টাইগার মুস্তাফিজকে। তবে গতকালকেও তিনি নিজেকে মেলে দিতে পারেননি। উল্টো পায়ে আঘাত পেয়েছেন তিনি।

ম্যাচ হারার পর দলের অধিনায়ক রোহিত মুস্তাফিজকে নিয়ে বলেন, ‘মুস্তাফিজকে আমরা অনেক সুযোগ দিয়েছি কিন্তু সে কাজে লাগাতে পারেনি এটা তার ব্যার্থতা।’

মুস্তাফিজের বেপারে রোহিত আরো বলেন,

”আমরা সকলেই জানি সে একজন ভাল মানের বোলার কিন্তু এবার আইপিলে সবাইকে হতাশ করে দিয়েছে মুস্তাফিজ। আজকে তার প্রথম দুই ওভার ভাল বল করেছেন, কিন্তু শেষের দিকে তার খারাপ বোলিংয়ে রানের পাহার গড়েন দিল্লি।’

তবে দলের হারের কারন হিসেবে তিনি, নিজেদের বাজে ব্যাটিংকে দায়ী করেন।

এই বক্তব্য ও দলের হারের বেপারে মুস্তাফিজ বলেন,

‘আমি চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে কিন্তু এই রকম উত্তেজনা মুলক ম্যাচে ব্যাটিংরা এলোপাতারি ব্যাট করতে চায় সেটা আমাদের ক্ষেত্রে ও হয়েছে, আমাদের বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ের অবস্থা করুন ছিল এই টার্গেটে আইপিএলে ম্যাচ জেতা মোটামুটি অনেক সহজ।

তাছারা হার্ডীক পান্ডিয়া, বেন কাটিং আমার থেকেও খরুচে বোলার ছিল গতকাল। এই সব মিলিয়ে আসলেই আমরা কেউ সেরাটা দিতে পারিনি। আগামীতে আমরা ভাল কিছু করার চেষ্টা করবো।’

শেষ হয়ে গেল মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিযান। গতকাল রবিবার অনেকটা পচা শামুকে পা কাটার মতো দশা হলো তার দল মুম্বাই ইন্ডিয়ানসের। প্লে অফ থেকে অনেক আগেই ছিটকে পড়া দিল্লি ডেয়ারডেলভিলসের কাছে ১১ রানে হেরে গেল রোহিত শর্মার দল। প্লে অফের আশা শেষ। তাই সোশ্যাল সাইটে আইপিএলের একাদশ আসরকে টা টা বাই বাই জানালেন মুস্তাফিজ।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মুস্তাফিজ লিখেছেন, ‘মুম্বাই পল্টনের সঙ্গে এটা একটা অসাধারণ জার্নি ছিল। অনেক অনেক স্মৃতি যুক্ত হয়েছে। আশা করছি, আগামী বছর আবার দেখা হবে।’

এবারের আইপিএল মুস্তাফিজের পারফর্মেন্স সুবিধার ছিল না। ৭ ম্যাচে মোট ২৭.৩ ওভার বোলিং করে নিয়েছেন ৭ উইকেট। ইকনোমি ৮.৩৬। মাঝে ৭ ম্যাচ তাকে একাদেশের বাইরে রেখেছিল মুম্বাই টিম ম্যানেজম্যান্ট। গতকাল রবিবার তাকে একাদশে সুযোগ দেওয়া হয়। তিন স্পেলে ৪ ওভার বোলিং করে ৮.৫০ ইকনোমিতে দিয়েছেন ৩৪ রান। ডট দিয়েছেন ৯টি। পাওয়ার প্লেতে ২ ওভার বোলিং করে দেন মাত্র ১০ রান। পরের দুই ওভারে ২৪ রান দিয়ে বসেন তিনি।