প্রচ্ছদ আর্ন্তজাতিক মেক্সিকো সীমান্তে আরও ২ হাজার সেনা পাঠাল যুক্তরাষ্ট্র

মেক্সিকো সীমান্তে আরও ২ হাজার সেনা পাঠাল যুক্তরাষ্ট্র

মেক্সিকো সীমান্তে আরও সতর্ক হলো যুক্তরাষ্ট্র। সীমান্তে অতিরিক্ত ২ হাজার সেনাসদস্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

রবিবার পেন্টাগন জানায়, এসব সেনাসদস্য সীমান্তে টহলরত প্রতিনিধিদের সহায়তা করবে, নজরদারি কর্মকাণ্ড চালাবে এবং সীমান্তে কয়েক মাইলের কাঁটাতার স্থাপন করবে।

নতুন করে সেনা সংখ্যা বাড়ানোর ফলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে এখন মোট সেনা সংখ্যা দাঁড়ালো ৪৩০০ জনে।

প্রসঙ্গত, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কংগ্রেস সদস্যদের দ্বন্দ্বের মধ্যেই সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর এ খবর এলো।

সূত্র: বিবিসি