প্রচ্ছদ আর্ন্তজাতিক মিয়ানমারের ১২শ কেজির ইয়াবা চালান আটক করল মালয়েশিয়া

মিয়ানমারের ১২শ কেজির ইয়াবা চালান আটক করল মালয়েশিয়া

মালয়েশিয়ার ক্লাং বন্দরে মিয়ানমার থেকে চালান করা প্রায় ১২‌ শত কেজি (১ হাজার ১৮৭ কেজি) ইয়াবা আটক করেছে মালয়েশিয়া পুলিশ।

সোমবার ক্লাং বন্দরে চায়ের প্যাকেটে করে ইয়াবা পাচারের সময় এ চালানটি আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজার মূল্য ১৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫২ কোটি ১৩ লাখ টাকা)। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় মাদক-ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মালয়েশিয়া শুল্ক বিভাগের পরিচালক সুব্রমানিয়াম থোলাসি বলেন, মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে জাহাজে একটি কনটেইনারে ১ হাজার ১৮৭ কেজি ইয়াবার চালান কুয়ালালামপুরের কাছে পোর্ট ক্লাং-এ এসে পৌঁছায়। মূল্য ও ওজন বিবেচনায় মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান আমরা জব্দ করেছি।

তিনি আরও বলেন, ইয়াবার চালানটি আসে খাদ্যদ্রব্য হিসেবে কুয়ালালামপুরের একটি ট্রেডিং কোম্পানির নামে। এই ঘটনায় জড়িত সন্দেহে মিয়ানমারের তিনজন এবং মালয়েশিয়ার তিনজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর সঙ্গে মিয়ানমারের বড় কোনও সিন্ডিকেট যুক্ত আছে। এছাড়া কিছুসংখ্যক হিরোইন ও ১০ লাখ কন্ট্রাব্যান্ড সিগারেটও উদ্ধার করা হয়েছে।