প্রচ্ছদ রাজনীতি মাশরাফী-সাকিব হয়তো জনপ্রিয়তার স্বার্থে এমনটা বলেছে: ওবায়দুল কাদের

মাশরাফী-সাকিব হয়তো জনপ্রিয়তার স্বার্থে এমনটা বলেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ বলছে মাশরাফী-সাকিব দু’জনই নিজ থেকে নৌকায় মনোনয়ন চাইছে। আর তারা বলেছেন: আওয়ামী লীগ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কোনটি সঠিক?

এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: তারা এমনটা বলতেই পারেন। সাকিব-মাশরাফী অনেক আগে থেকেই নির্বাচন করার ইচ্ছে জানিয়েছিল। এটা মনে রাখতে হবে, তারা শুধু আওয়ামী লীগের নয় জাতীয়ভাবে জনপ্রিয়।

রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন: মাশরাফী এবং সাকিব দু’জনই আমার সঙ্গে গতকাল (শনিবার) মোবাইলে কথা বলেছে। আমি তাদের একটা পরিকল্পনা দিয়েছি।

এরপর সাকিব গণভবনে গিয়ে দেখা করেছে। আমাদের নেত্রী তার সঙ্গে কথা বলেছেন। নেত্রী তাকে জাতীয় স্বার্থে আপাতত ক্রিকেটে থাকার পরামর্শ দিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলেছেন: সামনে বিশ্বকাপ, ক্রিকেটই তোমাকে দরকার৷ সে বাংলাদেশের স্বার্থে রাজনীতি থেকে বিরত থাকবে বলেন কাদের।

মাশরাফীর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন: মাশরাফী আগ থেকেই নির্বাচন করতে চাচ্ছে। এ বিষয়ে সে আমারও সময় চেয়েছে। তারা দু’জনই জাতীয়ভাবে জনপ্রিয়।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে এখন ধানমন্ডির পথে রয়েছেন মাশরাফী। কিছুক্ষণে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

সামনে বিশ্বকাপে সাকিব থাকলেও যদি নির্বাচন-জনপ্রতিনিধি এসব কারণে খেলতে না পরে, তাহলে দেশের ক্রিকেটে কি ক্ষতি হবে না? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন: সাকিব তো থাকছে। আমাদের ক্রিকেটে এখন গ্যালাক্সি অব ট্যালেন্ট, অনেক তারকা।

কিছুদিন আগে মাশরাফি, সাকিব ইনজুরির জন্য খেলতে পারেনি, তাই বলে কী আমরা জিততে পারিনি? তাছাড়া, মাশরাফীকে নড়াইলবাসী দীর্ঘ দিন থেকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাইছে।

ওবায়দুল কাদের বলেন: আমাদের নেত্রী সাকিবকে ছেড়ে দিয়ে আবারও প্রমাণ করেছেন দলের থেকে দেশ বড়।