প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে রেডজোন এলাকায় কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

মানিকগঞ্জে রেডজোন এলাকায় কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ :
করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে মানিকগঞ্জের ৭ টি এলাকা। ১৫ জুন দিবাগত রাত ০৮টা থেকে লকডাউন শুরু হয়েছে ওইসব এলাকায়। লকডাউনের মধ্যে থেকেও প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকের মধ্যে বের হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দিচ্ছে না পুলিশ।

লকডাউন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে অফিসসহ নানা কাজে অনেকেই বের হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সাংবাদিক, ডাক্তার ও নার্স ছাড়া কাউকেই বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। তবে বিশেষ প্রয়োজনের কথা বলে দুই-একজন বের হচ্ছেন।

এদিকে, মানিকগঞ্জের ৩টি উপজেলার ৭টি রেডজোন ঘোষিত এলাকার দোকানপাট ও হাটবাজার বন্ধ রয়েছে। রেড জোন ঘোষিত এলাকার চারপাশে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। জরুরি প্রবেশপথ ছাড়া অন্য রাস্তাগুলো বন্ধ করে দিয়ে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।

ঘর থেকে বের হলেই পড়তে হচ্ছে পুলিশি জেরায়। বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে ফের আবার বাড়ি ফেরত পাঠাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রেড জোন ঘোষিত বিভিন্ন এলাকায় সরেজমিনে এসব চিত্র দেখা যায়। এলাকার দোকানপাট ও হাটবাজার বন্ধ রয়েছে।

তবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলাসহ জরুরি পরিসেবায় নিয়োজিত ব্যক্তিদের চলাফেরার কারণে বিপুল সংখ্যক ব্যক্তিরা রেড জোন এলাকায় ঢুকে পড়ছে। এছাড়া ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকার কারণে সেবা গ্রহীতারাও ঢুকে পড়ছে।

মানিকগঞ্জ শহরের রফিক চত্বরের সামনের চেকপোস্টে দায়িত্বরত মানিকগঞ্জ সদর থানা পুলিশের এক উপ-পরিদর্শক বলেন, করোনা সংক্রামণ এড়াতে জেলার অধিক ঝুঁকিপূর্ণ সাতটি এলাকা রেড জোন ঘোষণা করেন প্রশাসন। তবু মানুষ কারণে-অকারণে নানা অজুহাতে বাইরে চলাচলের চেষ্টা করছে। অকারণে বাইরে বের হওয়া মানুষগুলোকে বুঝিয়ে শুনিয়ে আবার বাড়ি ফেরত পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় ৭টি এলাকাকে রেডজোন ঘোষণাপূর্বক একটি আদেশ জারি করা হয়েছে। সোমবার রাত ৮টা থেকে থেকে ৪ জুলাই পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস।