প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে বাল্য বিয়েকে লাল কার্ড প্রদশর্ন ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জে বাল্য বিয়েকে লাল কার্ড প্রদশর্ন ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: বাল্য বিয়ে মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে “১৮’র আগে বিয়ে নয়; কুড়ির আগে সন্তান নয়” এই শ্লোগান নিয়ে ২০ নভেম্বর বেলা ১১ টায় মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩০ জন নারী বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ গ্রহণ করে এবং বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস। অন্যান্যের মধ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক মাসুদ রানা, মাঠ সংগঠক প্রনতি সরকার, পল্লী সমাজের সভাপ্রধান মধুমালা, ফরিদা বেগম, শুকুরজান বেগম, আরতি দাস প্রমুখ বক্তব্য রাখেন। লাল কার্ড প্রদর্শনের আগে বাল্য বিয়ের বিরুদ্ধে এবং বাল্য বিয়ে সম্পর্কে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। অভিভাবকেরা শপথ নিয়ে বলেন আমরা নিজেরা বাল্য বিয়ে দিবো না এবং এলাকায় কোথাও বাল্য বিয়ে হতে দেখলে সেটা বন্ধে এগিয়ে যাব। অভিভাবকদের বাল্য বিয়েকে না সম্বলিত শপথ পড়ান ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস। তিনি সভায় জরুরী সেবা নম্বর ৯৯৯ এবং বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি সরকারী নম্বর ১০৯ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।