প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে বন্যা দূর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরন

মানিকগঞ্জে বন্যা দূর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরন

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্টপোষকতায় ৭১ মেকানাইজ্ড ব্রিগেডের ব্যবস্থাপনায় আজ বুধবার (২৯ জুলাই) মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান দীঘি ইউনিয়ন পরিষদ ভবনে এবং মুলজান পল্লী বিদ্যুৎ চত্বরে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়।

সাভার সেনানিবাসের ১৫ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোঃ ওয়াদুদ উল্লাহ চৌধুরী জানান, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের বিভিন্ন দূর্যোগের মতো এবারও সেনাবাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় ও বন্যার্তদের সহযোগীতায় সেনাবাহিনী তাদের পাশে রয়েছে।

সেনাবাহিনীর ত্রাণ

তিনি আরোও জানান ইতোমধ্যে মানিকগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধাপে দঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, প্রান্তিক কৃষকদের বিভিন্ন ধরনের বীজ, এতিম শিশুদের ঈদ উপহার,গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ত্রাণ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মেজর ফেরদৌস, মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম, ক্যাপ্টেন তুহিন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা।