প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৯.১৭ শতাংশ, ৪ জনের মৃত্যু

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৯.১৭ শতাংশ, ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত চার দিনে জেলায় আক্রান্ত হয়েছেন ৪৮৪ জন।

গত ২৩ জুলাই আক্রান্ত হয়েছেন ৩৫ জন, ২৪ জুলাই আক্রান্ত হয়েছেন ১০৮ জন, ২৫ জুলাই ১৬৯ জন ও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭০ জন।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘নতুন আক্রান্ত ১৭০ জনের মধ্যে সিংগাইরে ৫৮ জন, মানিকগঞ্জ সদরে ৩১ জন, হরিরামপুরে ২৫ জন, শিবালয়ে ২১ জন, ঘিওরে ১৯ জন, সাটুরিয়ায় নয় জন ও দৌলতপুর উপজেলায় সাত জন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত ২৯ হাজার ৩৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩৩৪ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৮৪৬ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজেদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৫ জন বলে জানিয়েছেন তিনি।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজী একেএম রাসেল বলেন, ‘মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে আজ দুপুর পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ২০৬ জন। তাদের মধ্যে করোনায় রোগীর সংখ্যা ৭৪ জন এবং ১৩২ জন আছেন আইসোলেশনে।’

‘গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন জন।’