প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মাদারীপুর সাজেদা ফাউন্ডেশনের ২১৭তম শাখার উদ্বোধন

মাদারীপুর সাজেদা ফাউন্ডেশনের ২১৭তম শাখার উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি।। সমন্বিত শহুরে উন্নয়নের বিশিষ্ট একটি সামাজিক উদ্যোগ এবং ক্ষুদ্রঋণ, স্বাস্থ্য, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি এবং অন্যান্যদের সহ ব্যাপক উন্নয়নে কর্মসূচি সহ সীমিত ও ক্ষতিগ্রস্থ সম্প্রদায়গুলিতে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠিত এই সাজেদা ফাউন্ডেশন। সাজিদার ফ্ল্যাগশিপ স্বাস্থ্য কর্মসূচি ও ক্ষতিগ্রস্থ সম্প্রদায়ের সেবা লক্ষে হাসপাতালের উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য কভারেজ সম্প্রসারণের উদ্যোগে মাদারীপুরে একটি ডিজিটাল হাসপাতাল করা লক্ষ্যে বুধবার বিকালে মস্তফাপুর শাখার যাত্রা শুরু করলো সাজেদা ফাউন্ডেশনের ২১৭তম শাখা। শুভ উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবাইদুুর রহমান খান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশনের মাইক্রেফাইন্যাস কর্মসূচির পরিচালক মো. মনিরুল ইসলাম খান, সাজেদা ফাউন্ডেশনের মাইক্রেফাইন্যাস কর্মসূচির মাদারীপুর আঞ্চলিক ব্যবস্থাপক বিবর্তন মো. আব্দুস ছালাম, সাজেদা ফাউন্ডেশনের ঢাকা পশ্চিম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুচনা, মো. ফরিদ আহাম্মদ। এলাকা ব্যবস্থাপক মো. এনামুল হক, সিনিয়র শাখা ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, ফারুক আল হাসান, বাবুল দাস, মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগের নেতা মো. মকবুল হোসেন হাওলাদার, ইউপি মেম্বার মিন্টু, আজিজুল হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, ইলিয়াছ হাওলাদার, শামচু হাওলাদার, জালাল হাওলাদারসহ এলাকার গনমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।