প্রচ্ছদ জাতীয় মাদকবিরোধী অভিযান: নিহতের তালিকায় আরও ২

মাদকবিরোধী অভিযান: নিহতের তালিকায় আরও ২

মাদক নির্মূল অভিযান চালিয়ে যেতে প্রধানমন্ত্রীর ঘোষণার পর দুটি জেলায় আরও দুজন নিহত হয়েছেন।

বুধবার রাতে মাদারীপুর ও যশোরে এই দুজন নিহতের পাশাপাশি ফেনীতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তারও করেছে র‌্যাব।

মাদক নির্মূল অভিযান শুরুর পর এ নিয়ে গত ১২ দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জন।

নিহতরা সবাই মাদক কেনা-বেচায় জড়িত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। তবে তাদের বক্তব্য ও ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।

শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কথিত বন্দুকযুদ্ধে মারা পড়ার কথা জানানো হলেও এখন গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়ে বলা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলিতে মারা পড়ছেন তারা।

সমালোচনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান চলবে।

মাদারীপুর: শিবচরে বাচ্চু খলিফা (৩৮) নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়ে পুলিশ বলছে, নিজেদের দ্বন্দ্বে খুন হয়েছেন তিনি।

শিবচর পৌর এলাকার হাজী সফর খলিফার ছেলে বাচ্চু খলিফা দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচায় জড়িত ছিলেন বলে দাবি করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন।

শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, “রাতে উপজেলার শম্ভুক এলাকায় বাচ্চুর সঙ্গে অন্য মাদক ব্যবসায়ীদের ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে গোলাগুলি হলে সে নিহত হয়।”

বাচ্চু বিরুদ্ধে ১৫টি মাদক মামলা রয়েছে বলে ওসি জানান।

যশোর: বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাঘারপাড়া থানার এসআই নাসিরুল হক খান বলেন, “যশোর-মাগুরা মহাসড়কের সেকান্দারপুর ভাটার আমতলায় একটি বাগানে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তখন মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়।”

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি।