প্রচ্ছদ জাতীয় মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ শতাংশ

মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ শতাংশ

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ শতাংশ। এর আগের বছর একই সময়ে এ হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৩ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার নয়টি বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৮৪টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৬৩টি। বাস্তবায়নের হার ৭৫ শতাংশ। ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।

তিনি আরো বলেন, ২০১৭ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল এবং ১১টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে পাঁচটি আইন পাস হয়েছে।