প্রচ্ছদ আজকের সেরা সংবাদ মনোনয়ন বাতিলের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ নেই: অ্যার্টনি জেনারেল

মনোনয়ন বাতিলের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ নেই: অ্যার্টনি জেনারেল

মনোনয়ন বাতিলের বিষয়: সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে রোববার(২ ডিসেম্বর) হাইকোর্টের একক বেঞ্চের আদেশ স্থগিত করে আগের আদেশই বহাল রেখেছেন আপিল বিভাগ।

অ্যার্টনি জেনারেল মাহবুব আলম বলেন, সর্বোচ্চ আদালতের এ আদেশের পর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ নেই। যদিও আসামিপক্ষের আইনজীবীর জানান, তারা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবারো উচ্চ আদালতে যাবেন।

দণ্ডপ্রাপ্তদের নির্বাচনের অংশ নেয়া নিয়ে আইনি বিতর্কের অবসান হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। দণ্ড স্থগিত এবং নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে হাইকোর্টের একক বেঞ্চের আদেশ স্থগিত করায় দণ্ডিতরা নির্বাচনের অযোগ্য হয়ে গেলো। এর আগে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না-হাইকোর্টের এ আদেশ বহাল রেখেছিলেন সর্বোচ্চ আদালত।

অ্যার্টনি জেনারেল বলছেন, সর্বোচ্চ আদালতের এ আদেশ মাইল ফলক। আর এই আদেশ বিশেষ কোনো দলের বিষয় নয়। এটি সার্বিকভাবে সব লোকের জন্যে প্রযোজ্য, যারা সংসদ সদস্য হতে চান। তবে এটা খুব শক্ত করে ধরার ফলে এখন থেকে যারা নির্বাচন, রাজনীতি করবেন তারা নিজেকে কলুষিত রাখার চেষ্টা করবেন।’

এ আদেশ রাজনীতিবীদদের জন্য সতর্ক বার্তা বলেও মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।

উচ্চ আদালতের আদেশের ফলে বেগম জিয়া ও বিএনপি নেতা আমান উল্লাহ আমানের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

আসামিপক্ষের আইনজীবী বলছেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তারা আবারও উচ্চ আদালতে আসবেন।