প্রচ্ছদ আর্ন্তজাতিক ভয়ঙ্কর ইরান, মিসাইল পরীক্ষা অব্যাহত থাকবে!

ভয়ঙ্কর ইরান, মিসাইল পরীক্ষা অব্যাহত থাকবে!

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। তারই জের ধরে মিসাইল পরীক্ষা অব্যাহত থাকবে বলে দেশটি পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার ইরানের পক্ষ থেকে বলা হয়, দেশের সামরিক খাতকে আরও মজবুত ও শক্তিশালী করতে তাদের এ কার্যক্রম চলতে থাকবে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবলফাজেল শেকারছি বলেন, ‘দেশের প্রতিরক্ষা ও প্রতিবন্ধকতা প্রতিহত করার জন্য মিসাইল পরীক্ষা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মিসাইল পরীক্ষা ও এর সম্প্রসারণ কাজ একসঙ্গে চলবে। এটা আমাদের দেশের জাতীয় নিরাপত্তার একটা অংশ। আর তা করতে আমরা কোন দেশের অনুমতি চাইবো না।

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ইরান নতুন করে মিসাইল পরীক্ষা করছে। তবে এ ব্যাপারে শেকারছি কোন মন্তব্য করেননি।

সূত্র: এনডিটিভি