প্রচ্ছদ আর্ন্তজাতিক ভুলে নিজেদের যুদ্ধজাহাজে হামলা, নিহত একজন ইরানি নৌসেনা

ভুলে নিজেদের যুদ্ধজাহাজে হামলা, নিহত একজন ইরানি নৌসেনা

 

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ইরানের গণমাধ্যম সোমবার জানিয়েছে, তাদের একটি সামরিক সহায়তা জাহাজে ব্যাখ্যাতীত এক ‘ঘটনায়’ একজন নৌসেনা নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর দ্য ন্যাশনালের।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, সেমি অফিসিয়াল ফার্স ও ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, ওমান উপসাগরে তেহরানের প্রায় ১২৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে জাস্ক বন্দরের কাছে একটি হেনদিজান-ক্লাস সাপোর্ট শিপ কোনারাকে রোববার এ ঘটনা ঘটেছে।

ইরানি টিভি জানিয়েছে, নৌ মহড়ার সময় একটি টার্গেটের খুব কাছাকাছি থাকা একটি সাপোর্ট শিপে একটি মিসাইল আঘাত হেনেছে।এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় যে, ইরানি নৌজাহাজ ভুলে আরেকটি জাহাজে মিসাইল নিক্ষেপ করেছে। এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত বা নিখোঁজ রয়েছে। ওই জাহাজটি ইরানের হরমোজগান প্রদেশের উপকূলীয় এলাকা দিয়ে কার্যক্রম চালাতো।

তবে ইরানের নৌবাহিনী জানিয়েছে, একটি নৌ মহড়ার সময়ে ওই ঘটনায় একজন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।ইরানের সেন্ট্রাল আর্মি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনা তদন্ত করে দেখাচ্ছে। পরবর্তীতে আরও তথ্য জানানো হবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।