প্রচ্ছদ খেলাধুলা ভারতকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন মালদ্বীপ

ভারতকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন মালদ্বীপ

প্রথমার্ধে ইব্রাহিম হাসান এগিয়ে নিলেন দলকে। দ্বিতীয়ার্ধে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করলেন আলি ফাসির। ভারতের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে শিরোপা উৎসব করল মালদ্বীপ।

২০০৮ সালে ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফের প্রথম শিরোপা জিতেছিল মালদ্বীপ। পরের বছর ভারতের কাছে টাইব্রেকারে হেরে মুকুট হারিয়েছিল তারা। ভারতকেই ২-১ গোলে হারিয়ে দশ বছর পর আবার শিরোপার স্বাদ পেলো পিটার সেগ্রেটের দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার নবম মিনিটে মানভির সিংয়ের হেড লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি ভারতের। নয় মিনিট পরের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মালদ্বীপ। হাসান নাইজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে ইব্রাহিম গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন।

৩০তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে উঠে আসা ভারতের। বাঁ দিক থেকে আশিক কুরুনিয়ানের বাড়ানো ক্রসে ছোট ডি বক্সের ভেতরে থাকা ফারুক হাজি ঠিকঠাক শট নিতে পারেননি। একটু পর ডান দিক থেকে মানভিরের শট বাইরের জাল কাঁপায়।

৪২তম মিনিটে ফাসিরের ফ্রি-কিক ক্রসবার উঁচিয়ে ওপরের জাল কাঁপালে ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি মালদ্বীপ। দ্বিতীয়ার্ধের শুরুতে মানভিরের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয় সাফের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারতের।

৬৬তম মিনিটের প্রতিআক্রমণ থেকে দারুণ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফাসির। হামজা মোহামেদের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন তিনি। শেষ মুহূর্তে ডিফেন্ডার স্বার্থক গোলুই চেষ্টা করলেও বল আটকাতে পারেননি।

শেষ দিকে ব্যবধান বাড়াতে ভারতের রক্ষণে আরও চাপ দিতে থাকে মালদ্বীপ। ৮২তম মিনিটে তিন সতীর্থের পা ঘুরে আসা বলে ইব্রাহিমের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। যোগ করা সময়ে সুমিত পাস্সি ভারতকে সান্ত্বনাসূচক একমাত্র গোল এনে দেন।

সাফে ১২ দেখায় ভারতের বিপক্ষে তৃতীয় জয় পেলো মালদ্বীপ। ৮ জয় ভারতের। বাকি এক ম্যাচ ড্র।