প্রচ্ছদ বিনোদন ‘ব্রাজিল ফাইনালও খেলবে’

‘ব্রাজিল ফাইনালও খেলবে’

ফুটবল বিশ্বকাপ জ্বরে আক্রান্ত বিশ্ববাসী। পছন্দ মতো নানা দলে বিভক্ত ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের দল ও খেলোয়াড়ের পক্ষে নিজেদের অবস্থান থেকে প্রিয় দলকে সমর্থনও তারা দিয়ে যাচ্ছেন। ফুটবলের এ উন্মাদনা থেকে দূরে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। ইতোমধ্যে নকআউট পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। আজ থেকে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের খেলা। আজ শুক্রবার রাত ১২টায় মুখোমুখি হবে ব্রাজিল-বেলজিয়াম।

ব্রাজিল-বেলজিয়ামের আজকের ম্যাচ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা হয় জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের। তিনি বলেন, ‘আমি এখন ইন্দোনেশিয়াতে আছি। নাটকের শুটিং করছি। আজকে ব্রাজিলের খেলা। দেশের বাইরে থাকার কারণে একটি সুবিধা হয়েছে। কারণ দিনে শুটিং শেষ করে ধীরে সুস্থে আজকের ম্যাচটি দেখতে পারব। তবে একটু অসুবিধাও রয়েছে তা হলো- খেলা দেখে ঘুমাতে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। আবার পরের দিন সকালে শুটিং আছে।’

তিনি আরো বলেন, ‘বেলজিয়াম ও জাপানের গত ম্যাচটি আমি দেখেছি। বেলজিয়াম অনেক শক্তিশালী দল। হাফ টাইমের পর দুটো গোল খায় বেলজিয়াম। দুটো গোল খাওয়ার পর যেকোনো দল এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়ে। আর সেখানে দলটি খেলার মোড় ঘুরিয়ে জয়ী হয়। নিঃসন্দেহে দলটি অনেক শক্তিশালী। আমি ব্রাজিলের ভক্ত। আমার অবজারভেশন থেকে বলছি, এবার ব্রাজিলের টিমটা তুলনামূলক শক্তিশালী নয়। তবে দলে তারকা খেলোয়াড় রয়েছে। এছাড়াও বড় বিষয় হলো- এবার দলে কো-অর্ডিনেশনটা ভালো। আজকের খেলা নিয়ে আমি সুপার অ্যাকসাইটেড। আশা করছি, বেলজিয়ামের সঙ্গে আজ ব্রাজিল জিতবে। শুধু তাই নয় ব্রাজিল ফাইনালও খেলবে।’

‘বিশ্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রচুর দর্শক রয়েছে। বিশেষ করে বাংলাদেশে। ইতোমধ্যে আর্জেন্টিনা দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। আমি ব্রাজিলের সাপোর্টার কিন্তু তরকারিতে লবণ না হলে যেমন বিস্বাদ লাগে, তেমনি এই দুটি দল যদি বিশ্বকাপ আসরে না থাকে তবে খেলাও বিস্বাদ লাগে।’ বলেন সজল।