প্রচ্ছদ খেলাধুলা ব্রাজিল দলে অ্যালান, আর্থার

ব্রাজিল দলে অ্যালান, আর্থার

ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন নাপোলির মিডফিল্ডার অ্যালান। সুযোগ পেয়েছেন বার্সার আর্থারও। নভেম্বরে উরুগুয়ে এবং ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে তাদের ডাকা হয়েছে।

২৭ বছর বয়সী অ্যালান এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন। এছাড়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো দলে ফিরেছেন মিডফিল্ডার পাউলিনহো।

অ্যালান এর আগে উদিনেসে, গ্রানাডা এবং ভাসকো ডা গামার হয়ে খেলেছেন।

দল ঘোষণার পর ব্রাজিল কোচ টিটে জানিয়েছেন, সহকারীর পরামর্শে অ্যালানকে সুযোগ দিয়েছেন তিনি।

‘আগেই তাকে ডাকার দরকার ছিল। আমার সহকারী তার কথা বেশ কয়েকবার বলেছে। যোগ্য বলেই তাকে নিয়েছি।’

১৬ নভেম্বর ব্রাজিল লন্ডনে উরুগুয়ের বিপক্ষে খেলবে। এরপর রয়েছে ক্যামেরুন ম্যাচ।

এই দুই ম্যাচের ২৩ সদস্যের দলে আরও ফিরেছেন ডিফেন্ডার মার্সেলো এবং দুই ফরোয়ার্ড উইলিয়ান ও ডগলাস কস্তা। সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে ছিলেন না তারা।