প্রচ্ছদ জাতীয় ‘বুড়িগঙ্গার পানি দূষণমুক্ত করা হবে’

‘বুড়িগঙ্গার পানি দূষণমুক্ত করা হবে’

পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, পানির প্রবাহ বৃদ্ধির মাধ্যমে সরকার বুড়িগঙ্গা নদীর পানি দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে।

রোববার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী জানান, বুড়িগঙ্গা নদীর পানি দূষণমুক্ত করার লক্ষ্যে ১ হাজার ১২৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পের অধীন নিউ ধলেশ্বরী, পুংলী, বংশাই ও তুরাগ নদী খননের মাধ্যমে যমুনা নদী থেকে শুষ্ক মৌসুমে ২৪৫.০০ কিউসেক পানিপ্রবাহ নিয়ে বুড়িগঙ্গা নদীতে ১৪১.০০ কিউসেক পানিপ্রবাহ বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, এর ফলে শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা নদীতে পানির প্রবাহ ও নাব্যতা বৃদ্ধি পাবে এবং পানিদূষণের মাত্রা হ্রাস পাবে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং ২০২০ সালের জুন মাস নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হবে।